২৫-২৬ ফেব্রুয়ারি ২০০৯ বাংলাদেশে ঘটে যাওয়া বিডিআর বিদ্রোহে পিলখানায় বেশ কিছু সামরিক কর্মকর্তা নিহত হবার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখা করতে গিয়েছিলেন বিক্ষুদ্ধ সেনা কর্মকর্তাদের সাথে। সেখানে সামরিক কর্মকর্তাগণ বেশ কিছুটা রূক্ষ ভাষায় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন। নিজেদের অত্যন্ত সুশৃঙ্খল এবং নিয়ামুবর্তি বলে দাবি করা সেনাবাহিনীর অভ্যন্তর থেকে সে বৈঠকের অডিও রেকর্ডিং ফাঁস হয়ে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এতে সেনাবাহিনী এবং সরকার পড়ে বেকায়দায়। ইন্টারনেটে ছড়িয়ে পড়ার আগে কিছুই করতে না পেরে সরকার এক মুর্খ সিদ্ধান্ত গ্রহণ করে যেখানে youtube.com , esnips.com , mediafire.com এবং upload-mp3.com নামের কমপক্ষে চারটি সাইট ৭ মার্চ ২০০৯ থেকে বিটিসিএল থেকে বন্ধ করে রাখা হয় এবং সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীগণ পড়েন ভোগান্তিতে। এহেন সেন্সরশীপের তীব্র প্রতিবাদ জানাই। সেইসাথে নিজেরদের সুশৃঙ্খল এবং পেশাদার দাবি করা সেনাবাহিনীর কর্মকর্তাদের বৈঠক থেকে এই রকম গোপনীয় ও স্পর্শকাতর অডিও কি করে ফাঁস হল তা তদন্ত না করে জনগণের জানার অধিকারের উপর হস্তক্ষেপে নিন্দা জানাই।
সেই বৈঠকের আলোচনা শুনতে ( সর্বমোট ১ ঘন্টা ৮ মিনিট) নিচে প্লেবাটন চাপুন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment