Thursday, December 18, 2008

গুগলের আর একটি অভাবনীয় উদ্ভাবন বাথরুম ইন্টারনেট কানেকশন

প্রকাশ: দৈনিক ইত্তেফাক, আইটি কর্নার, ৭ এপ্রিল ২০০৭

একবার ভাবুন তো, আপনার বাড়িতে ইন্টারনেট সংযোগ স্থলটি হল আপনার বাথরুম। খুব অবাক করার মতো হলেও এই অভাবনীয় প্রযুক্তি ব্যবহারে ইন্টারনেট সংযোগ প্রদান করবে বিশ্বের সেরা সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠান গুগল। তাদের এই নতুন উদ্ভাবিত প্রযুক্তির নাম হচ্ছে টিআইএসপি বা টয়লেট ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। গত ১ এপ্রিল গুগল এই সেবা প্রদান শুরু করেছে। বিনামূল্যের এই সেবার আওতায়

ব্যবহারকারীরা পুরো ঘরকে ব্রডব্যান্ড ইন্টারনেটের সাথে সংযুক্ত করতে পারবেন। আর এই সংযোগ স্থাপন হবে ব্যবহারকারীর পয়ঃনিস্কাশন ব্যবস্থার সাথে। সংযোগ পেতে কেবলমাত্র গুগলে রেজিস্ট্রেশন করলেই হবে। বাদবাকি কাজ করতে গুগল একটি সেল্ফ ইন্সটলেশন প্যাকেজ পাঠিয়ে দিবে। ইন্টারনেট সংযুক্তির জন্য এখানে কেবল একটি ওয়াইফাই সক্ষম কম্পিউটার ও স্থানীয় মিউনিসিপল পয়ঃনিস্কাশন ব্যবস্থার সাথে

সংযুক্ত একটি বাথরুম থাকলেই চলবে। গুগলের কো-ফাউন্ডার এবং প্রেসিডেন্ট ল্যারি পেজ বলেন ‘গুগল এই প্রজেক্টের পেছনে অনেকদিন ধরেই কাজ করে যাচ্ছিল। আমার মূল উদ্দেশ্য ছিল সম্ভাব্য সবগুলো উপায় বের করা যার মাধ্যমে মানুষকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করা সম্ভব। মানুষের ঘরে ঘরে ইন্টারনেট পৌছে দেবার ক্ষেত্রে যে সকল প্রতিকূলতা ছিল তার প্রায় সবগুলোই আমরা উত্তরণের সক্ষম হয়েছি। যারা এই সংযোগের জন্য রেজিস্ট্রেশন করবেন তারা সবাই বাড়িতে একটি সেল্ফ ইন্সটলেশন কিট পাবেন। যেখানে একটি ওয়্যারলেস রাউটার, ফাইবার অপটিক ক্যাবল এবং ইন্সটলেশন সিডি থাকবে। কমোড থেকে ফাইবার অপটিক ক্যাবল সবচেয়ে কাছের টিআইএসপি একসেস মোডে প্লাগইন করতে হবে। এর জন্য কমোড থেকে ক্যাবল প্রবেশ করিয়ে দিলে তা পিএইচডি (প্ল্যাম্বিং হার্ডওয়্যার ডিসপ্যাচার্স) ১ ঘণ্টার মধ্যে ইন্টারনেট সংযোগ নিশ্চিত করবে। ইন্টারনেট সংযোজনের এই অভিনব পদ্ধতি এখন পর্যন্ত শুধুমাত্র আমেরিকাতে পাওয়া যাচ্ছে। গুগলের ইচ্ছে ভবিষ্যতে এই সুবিধা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে দেয়ার।

এম এইচ মিশু

No comments: